ঝিনাইদহে নিহত ২ জন নব্য জেএমবি : ডিআইজি

নিউজ ডেস্ক.

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ‘জঙ্গি আস্তানা’য় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সন্দেহভাজন ২ জঙ্গি নিহত হয়েছে। অভিযানে নিহত ২ জন নব্য জেএমবির সদস্য বলে খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ জানিয়েছেন। আজ রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আরেকজন আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহত হন। এরা ২ জনই নব্য জেএমবির সদস্য।’
নিহত একজনের নাম তুহিন বলে জানালেও আরেকজনের নাম জানাতে পারেননি তিনি।
আজ রবিবার ভোর থেকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের মধ্যে সন্দেহভাজন ২ জঙ্গির নিহত হওয়ার তথ্য জানায় পুলিশ।
অভিযানকে কেন্দ্র করে সন্দেহজনক জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় আজ সকাল থেকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান সকালে বলেছিলেন, এক জঙ্গির গুলিবিদ্ধ লাশ বাইরে পড়ে আছে। আরেক জঙ্গি বাড়ির ভেতরে নিহত হয়ে থাকতে পারে।
জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়ি ঘিরে অভিযান চালানো হয়, তার মালিকের নাম জহুরুল ইসলাম বলে স্থানীয় লোকজন জানান। জহুরুলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
অভিযানকে কেন্দ্র করে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা জড়ো হয়। আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ