বেলুচিস্তানের চামান এলাকায় পাক সেনাদের পাল্টা গুলিবর্ষণে আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর ৫০ সেনা নিহত হয়েছে দাবি করেছে পাকিস্তান। এতে আহত হয়েছে আরো ১০০ আফগান সেনা। পাক গণমাধ্যম ডনের খবরে এই তথ্য জানানো হয়।
বেলুচিস্তানে পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) মহাপরিদর্শক মেজর জেনারেল নাদিম আঞ্জুম রবিবার এই দাবি করে এক বিবৃতি দিয়েছেন।
তিনি দাবি করেন, বিগত সপ্তাহে চামান এলাকায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আফগান সীমান্তরক্ষী বাহিনী ফাঁকা গুলি বর্ষণ করলে জবাবে তারাও গুলিবর্ষণ করে। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে। তবে মুসলমানরা ভাই-ভাই উল্লেখ করে এ ঘটনায় তিনি মোটেও আনন্দিত নন বলেও জানিয়েছেন। তথ্যসূত্র: ডন।