ধুনটে মসজিদ ও সড়কের জায়গা দখলের অভিযোগ

আবু সুফিয়ান, ধুনট.

বগুড়ার ধুনট পৌর এলাকার থানাপাড়া জামে মসজিদ এবং সরকারি সড়কের জায়গা দখলের অভিযোগ উঠেছে। ওই সম্পত্তি রক্ষার জন্য উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট মসজিদ কমিটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট থানাপাড়া জামে মসজিদ প্রায় একশো বছরের বেশি সময় আগে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে মসজিদটির স্থায়ী নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ওই মসজিদের পাশে মসজিদের এবং সরকারি জায়গা রয়েছে। সম্প্রতি পশ্চিম ভরনশাহী গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুস সোবাহান ও জামাল উদ্দিন ওই জায়গা দখলের চেষ্টা করেন। তারা অবৈধ ভাবে রাতের আঁধারে টিনের ঘর নির্মাণ করে জায়গাটি দখল করেন। বর্তমানে সেখানে ইট দিয়ে কংক্রিটের স্থায়ী নির্মাণকাজ শুরু করে। মসজিদ ও সরকারি জায়গা দখল মুক্ত করতে দাবী জানান মসজিদ কমিটি ও মুসুল্লীরা। পরবর্তিতে স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের নির্দেশে প্রশাসন দখলদারদের পাকা ঘর নির্মাণকাজ বন্ধ করে দেয়। তবে স্থায়ী ভাবে জায়গাটি দখল মুক্ত করার দাবী জানিয়েছেন মুসুল্লীরা।
মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুনজিল হোসেন বলেন, শতবর্ষী মসজিদটি ওই জায়গা ভোগ দখল করে আসছিল। ভবিষ্যৎ চিন্তা করে মসজিদের পাশে কিছু জায়গা ফাঁকা রাখা হয়। যা মসজিদের শতবছরের দখলীয় সম্পত্তি। সম্প্রতি সরকারি জায়গাসহ ওই সম্পতি দখলের জন্য কয়েকজন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই সম্পত্তি স্থায়ী ভাবে দখল মুক্ত করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে লিখিত অভিযোগ দিয়েছি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ