বগুড়ার শেরপুরের বাসস্ট্যান্ড এলাকায় ব্যাংকের নিচ থেকে আজ রোববার সকালে সংঘবদ্ধ চোরেরা একটি মটরসাইকেল চুরি করে নিয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, শেরপুর পৌর শহরের টাউন কলোনী গ্রামের আব্দুর রহমানের ছেলে হেলাল উদ্দিন আজ রবিবার সকাল সোয়া ১০ টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় প্রাইম ব্যাংকের নিচে তার ব্যবহৃত ১৫০ সি সি কালো রঙের পালচার মটরসাইকেলটি রেখে ব্যক্তিগত কাজ করার জন্য ব্যাংকের উপরে যায়। এই সুযোগে সকাল সাড়ে ১০ টার দিকে সংঘবদ্ধ চোরেরা ওই মটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় হেলাল উদ্দিন বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে বাদি হেলাল বলেন- ১৫ মিনিটের মধ্যে কাজ শেষ করে নিচে এসে দেখি আমার মটরসাইকেলটি নেই। শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মো. এরফান বলেন অভিযোগ পেয়েছি। উদ্ধারের চেষ্ট চলছে।
শেরপুর(বগুড়া) প্রতিনিধি. বাংলাদেশ হেলথ্ এ্যাসিসট্যান্ট এসোশিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টেকনিক্যাল বেতন স্কেল, পদমর্যাদাসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়ার…
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ