চট্টগ্রামের মিরসরাইয়ে এক যুবলীগ নেতাকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মো. গোলাম মোস্তফার (৪৫) বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অলিনগর এলাকায়। তিনি ১ নম্বর করেরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, সোমবার ভোরের দিকে বাড়ির সামনে রাস্তার ওপর মোস্তফার লাশ পড়ে থাকতে দেখে তার স্ত্রী থানায় খবর দেন।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ‘মোস্তফা পোল্ট্রি ব্যবসা করতেন। সেখান থেকে রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয় বলে ধারণা করা হচ্ছে। তার গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাত ১টা থেকে ৩টার মধ্যে ওই ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।’
তিনি আরো বলেন, ‘জমি নিয়ে মোস্তফার পারিবারিক বিরোধ ছিল বলেও আমরা খবর পেয়েছি। তদন্তে সবকিছুই খতিয়ে দেখা হবে।’
মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, মোস্তফা করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান নয়নের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও যুক্ত ছিলেন।
তিনি আরো বলেন, ‘মোস্তফা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জমি নিয়ে তার পারিবারিক বিরোধ ছিল বলেও আমরা খবর পেয়েছি। তদন্তে সবকিছুই খতিয়ে দেখা হবে।’