কলারোয়ায় ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক.

সাতক্ষীরার কলারোয়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে সোহাগ হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, রবিবার সকালে দুই ভাই রসুল ও সোহাগ হোসেনের মধ্যে বাঁশঝাড়ের কুঞ্চি ভাগাভাগি নিয়ে কথাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রসুল তার বড় ভাই সোহাগ হোসেনকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এসময় সোহাগ মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা সোহাগকে উদ্ধার করে প্রথমে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরে যশোর কুইন্স হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা সোহাগকে ঢাকায় নিয়ে যেতে বলেন। পরে ঢাকায় নেয়ার পথে আরিচা ঘাটে সোমবার ভোরের দিকে সোহাগ মারা যান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত সোহাগ হোসেন উপজেলার যুগিখালি ইউনিয়নের তরুলিয়া গ্রামের আব্দুল বারিক গাজীর ছেলে বলেও জানান ‍ওসি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ