সাভার সিটি সেন্টারের তৃতীয় তলায় গ্রামীণ ইউনিক্লোর ১৩তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) নতুন আউটলেট এর উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ইউনিক্লো এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হক, সাভার সিটি সেন্টার এর মার্কেট কমিটির সাধারণ সম্পাদক সহ কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তারা। এখানে পাওয়া যাচ্ছে মেয়েদের কামিজ, পালাজ্জো, টাইটস, আন্ডার গার্মেন্ট এবং ছেলেদের জন্য ফরমাল ও ক্যাজুয়াল শার্ট-প্যান্ট, টি-শার্ট, পোলো শার্ট ও বক্সারব্রিফ ইত্যাদি।
নতুন আউটলেট উদ্বোধন করে তাহসান খান বলেন, গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে ন্যায্য মূল্যে পোশাক সরবারহের মাধ্যমে দ্রুতগতিতে ব্যবসায় সম্প্রসারণ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আউটলেট উদ্বোধন। নতুন আউটলেট উদ্বোধনের মাধ্যমে গ্রামীণ ইউনিক্লোর সামাজিক ব্যবসায় উদ্যোগ আরও বেশি প্রসারিত হোক এই প্রত্যাশা সবসময়।
গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হক বলেন, আমরা সামাজিক ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের পোশাক সরবারহের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
Share on Facebook Tweet it Pin it Share it Email ঠাকুরগাঁও প্রতিনিধি. ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার এন,এন,বি ভাটায় আজ ১৪ মে…
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Share on Facebook Tweet it Pin it Share it Email বার্তাটির পাঠক সংখ্যা : 396
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ