‘বাহুবলী টু’র সেই শিশুটির আসল পরিচয়!

বিনোদন ডেস্ক.

‘বাহুবলী টু’ এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আলোচিত বিষয়। ইতিমধ্যেই ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। অনেকেরই ধারণা, ছবির বাণিজ্য ১৫০০ কোটি টাকা পর্যন্ত পৌঁছতে পারে। ছবির নায়ক-নায়িকা ও অন্যান্য চরিত্রের অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কে মোটামুটি সবাই এখন অবহিত।
কিন্তু ছবিটি দেখতে বসে অনেকেরই হয়তো মনে হয়েছে যে সদ্যোজাত মহেন্দ্র বাহুবলী হিসেবে যে শিশুটিকে দেখানো হয়েছে, তার পরিচয় কী? এবার প্রকাশ পেল সেই তথ্য।
দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই শিশুটির নাম অক্ষিতা ভলস্লান। ওই প্রতিবেদন অনুযায়ী, শিশু মহেন্দ্র বাহুবলীর চরিত্রে আসলে অভিনয় করছে এক কন্যাসন্তান। শ্যুটিং যখন হয় তখন তার বয়স ছিল মাত্র ১৮ দিন।
এখন প্রশ্ন হলো, শিশুটিকে কোথায় পেল প্রযোজক সংস্থা? ‘বাহুবলী টু’র একটি বড় অংশের শ্যুটিং হয়েছে কেরালায়। দক্ষিণী সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেরালা ইউনিটের প্রোডাকশন এগজিকিউটিভ ভলস্লানের মেয়ে অক্ষিতা। প্রতিবেদনে এও বলা হয়েছে, অক্ষিতার শ্যুটিং চলেছিল পাঁচ দিন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ