সিংড়ায় গুলি করে গরু লুট

নাটোর প্রতিনিধি.

নাটোরের সিংড়া উপজেলার দুর্গম নাছিয়ারকান্দি গ্রামে গুলি ছুড়ে এলাকায় আতংক সৃষ্টি করে তিন কৃষকের বাড়ি থেকে ৮ লক্ষাধিক টাকার ৪টি বিদেশি জাতের গরু ও ১টি ষাঁড় লুট করেছে দুর্বৃত্তরা। রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল (রবিবার) মধ্যরাতে উপজেলার নাছিয়ারকান্দি গ্রামের মৃত মিথু মণ্ডলের ছেলে আশরাফ আলী ও আব্দুল আজিজ এবং আজিজের ছেলে গোলাম হোসেনের বাড়িতে ১৫/২০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত অস্ত্রের মুখে ওই তিনটি বাড়ির লোকদের জিম্মি করে ৪টি বিদেশি জাতের গাভী ও ১টি ষাঁড় লুট করে গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত আত্রাই নদী পথে রওনা হয়।
এসময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতংক সৃষ্টি করে। এদিকে দুর্বৃত্তরা গুলি ছুড়ে লুট করে এলাকা ত্যাগ করার পর পরই পুলিশকে মোবাইল ফোনে ঘটনা জানালে পুলিশ আত্রাই নদীতে রেড দেয়। কিন্তু রাতভর অভিযান চালিয়েও লুণ্ঠিত গরু ও দুর্বৃত্তদের হদিশ করতে পারেনি।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল আজিজ জানান, দুর্বৃত্তরা লুণ্ঠিত গরু নিয়ে নদী পথে সিংড়া সদরের দিকে পালিয়ে যায়। এসময় তারা ৫টি গরু নিয়ে যায়। এর আনুমানিক মূল্য ৮ লক্ষাধিক টাকা। অস্ত্রের ভয়ে তারা বের হতে পারেননি। ঘটনার পর পরই একটি মোবাইল নম্বর থেকে তাদেরকে জীবন নাশের হুমকিও দেয়া হয়।
এ ঘটনায় সোমবার বিকেলে সিংড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে রাতেই নদীর বিভিন্ন পয়েন্টে পুলিশ পাঠানো হয়। রাতভর অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ