জাপানে ৬ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক.

জাপানের দক্ষিণাঞ্চলে রিখটার স্কেলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবারের ওই ভূমিকম্পের আঘাতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
জাপান মেটিওরোলজিক্যাল অ্যাজেন্সি (জেএমএ) জানায়, মঙ্গলবার সকাল ১০টা ৫৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। অবশ্য আবহাওয়া দফতরের বরাত দিয়ে খালিজ টাইমস ও বিজনেস স্ট্যান্ডার্ডের মতো বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ উল্লেখ করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রাজধানী টোকিও থেকে ১৮৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং তাইপেই থেকে ৩৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত মিয়াকো দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। দ্বীপটিতে প্রায় ৫৫ হাজার মানুষের বসবাস।
এদিকে জাপানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সমুদ্রস্তরের পরিবর্তন হতে পারে বলে সতর্ক করেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি।
এর আগে, ২০১১ সালে একটি শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে সুনামি আঘাত হানে। এতে সাড়ে ১৮ হাজারের বেশি মানুষ নিখোঁজ বা নিহত হারিয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ