৩০ মিনিট অচল, ফেসবুক কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক.

পৃথিবীর বিভিন্ন দেশে মঙ্গলবার একই সময়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ৩০ মিনিট অচল হয়ে পড়েছিল। এ সময় ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, কারিগরি ক্রটির কারণে মঙ্গলবার সকালে বিভিন্ন দেশের বেশ কিছু ব্যবহারকারী ফেসবুকে লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন। আমরা ইতিমধ্যে এ সমস্যার সমাধান করেছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে ঠিক কতজন ব্যবহারকারী এই সমস্যায় পড়েছিলেন তা জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে পৃথিবীল বিভিন্ন দেশে একই সময়ে অনেক ফেসবুক ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। এমনকি মেসেঞ্জারের মাধ্যমেও যোগাযোগ করতে পারেননি। এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও উত্তর আমেরিকার নাগরিকরা সকালে তাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন। বাংলাদেশেও অনেক ব্যবহারকারী সকালে ফেসবুকে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন। পরে টেকক্রাঞ্চ বিস্তারিত তথ্যের জন্য ফেসবুককে ই-মেইল করেছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ