নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙে পড়ল ব্রিজ

দিনাজপুর প্রতিনিধি.

দিনাজপুরের পার্বতীপুরে হরিরামপুর ইউনিয়নের ঘিলল্লাই নদীর উপর নির্মাণাধীন ব্রিজটির কাজ শেষ না হতেই ভেঙে পড়েছে। সোমবার সন্ধ্যায় ব্রিজটি ভেঙে পড়ে।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউপির হরিরামপুর শাহাপাড়া থেকে খাগরাবন্দে যাতায়াতের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্বাবধানে ৫৪ লাখ টাকা ব্যয়ে ঘিল্লাই নদীর উপর নতুন একটি ব্রিজের নিমার্ণ কাজ শুরু হয়। কিন্তু কাজ শেষ না হতেই সোমবার সন্ধ্যায় ব্রিজটি ভেঙে পড়েছে।
নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্রিজ নির্মাণকালে বাঁশের খুঁটি সরে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান জানান, তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করবেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ