দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি.

দুপচাঁচিয়ার আলতাফনগরে ৮মে সোমবার সকালে ট্রেনে কাটা পড়ে আব্দুর রাজ্জাক (৩৮) নামের এক মিষ্টি ব্যবসায়ী মারা গেছে। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার গুনাহার ইউনিয়নের আটুইল গ্রামের মৃত মমতাজ ফকিরের ছেলে। এঘটনায় জিআরপি থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে আলতাফনগর রেল স্টেশনের অদুরে বন তেঁতুলিয়া এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলে আব্দুর রাজ্জাকের দুই পা শরীর থেকে আলাদা হয়ে ঘটনাস্থলে মারা যায়। আলতাফনগর স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম জানান, সোমবার সকাল সোয়া ৯ টার সময় স্টেশনের আধা কিলোমিটার পশ্চিমে বন তেঁতুলিয়া নামক স্থানে ২১ আপ করতোয়া ট্রেনে কাটা পড়ে রাজ্জাক নামের এক মানসিক প্রতিবন্ধী মারা গেছে। বগুড়া জিআরপি পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের চাচাতো ভাই জিল্লুর রহমান বলেন, ২ সন্তানের জনক রাজ্জাক আগে মিষ্টির ব্যবসা করত। তবে বেশ কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ