পত্নীতলায় মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ে অনিয়মে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) থেকে.

পত্নীতলায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের নির্দেশ অনুযায়ী গত ১৮ফ্রেব্রুয়ারী/১৭ অনুষ্ঠিত পত্নীতলায় উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার শহীদুল ইসলামের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের নির্দেশ অনুযায়ী পত্নীতলায় উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কালে কমিটি যে সকল মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত ও বাতিল সহ যে কোন ভাবে গ্যাজেট ও লাল মুক্তি বার্তায় নাম অন্তর্ভুক্ত করে মুক্তিযোদ্ধা (ভূয়া) হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে তার প্রতিবাদে বক্তারা বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোলায়মান আলী, সাবেক কমান্ডার কাজী আক্তার হোসেন তারা, সাবেক কমান্ডার মজিবর রহমান, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হুমায়ন কবির চৌধুরী, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সয়েব উদ্দীন, সন্তোষ কুমার, বদিউল আলম, মঞ্জুর এলাহী, আব্দুর রউফ, সামসুল আলম সহ অন্যান্য মুক্তিযোদ্ধা প্রমূখ।
সভায় বক্তাগন, যে সকল মুক্তিযোদ্ধা ভূয়া এবং যেসকল প্রকৃত মুক্তিযোদ্ধা সঠিক হয়েও উক্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়নি সে বিষয়ে আইনানুগ ভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও তারা জানান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ