আবারো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ‘টয়া’

বিনোদন ডেস্ক.

ছোটপর্দার জনপ্রিয় মুখ মুমতাহিনা চৌধুরী টয়া। নাটকে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবেও দেখা গেছে তাকে। এছাড়া একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। গত বছর তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বখাটে’ বেশ প্রশংসিতও হয়। আর তাই আবারো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন টয়া।
এবারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘রূপ’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন টয়া। তার বিপরীতে অভিনয় করছেন নবাগত সাগর আহমেদ। ‘রূপ’ পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এর গল্প লিখেছেন পরিচালক নিজেই। গত ৭ ও ৮ মে পুরান ঢাকার বেশ কয়েকটি লোকেশন ও পুবাইলে ‘রূপ’র দৃশ্য ধারণ করা হয়।
এ প্রসঙ্গে টয়া বলেন, ‘আমি প্রচুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অফার পাই। কিন্তু গল্প ভালো না লাগায় সবার কাজ করা হয় না। ‘রূপ’ আমার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর গল্প অসাধারণ। রূপে আমার মুখ ঝলসানো থাকে। এই প্রথম এমন চরিত্রে কাজ করছি। নিঃসন্দেহে এই গল্প দর্শকদের ভালো লাগবে।’
এসবি ফুডের ব্যানারে নির্মিত ‘রূপ’ প্রযোজনা করছেন খলিলুর রহমান এবং সহ-প্রযোজক হিসেবে আছে টাইগার মিডিয়া। এতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনায় আছেন সাইফ রাসেল ও সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াৎ অর্পণ। চলতি মাসের শেষ দিকে অনলাইনে ‘রূপ’ মুক্তি দেয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ