ডাক্তার নার্সের মৃত্যুর ঘটনায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.

খাদ্যে বিষক্রিয়ায় কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সিনিয়র স্টাফ নার্সের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং করেছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ঘটনার পরই লাকী খাতুনকে তাদের সন্দেহ হওয়ায় তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া যায়। তারই সূত্র ধরে ঘটনার রহস্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ও আদালতে দেয়া জবানবন্দিতে সে জানায় ডা: মনিরুজ্জামান তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিত। কিন্তু সে প্রস্তাব প্রত্যাখান করায় তার সাথে খারাপ ব্যবহার করা হতো। এ কারণেই পরিকল্পিত ভাবে খাদ্যে বিষ মিশিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে কবিরাজ আশরাফ ও তমসের আলীকে আটকের পর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল দুপুরে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারি আলমগীর ফেরদৌসের বাসায় অফিসের অন্যান্য সহকর্মীরা দাওয়াতের খাবার নিজ রুমে আনিয়ে খান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুজ্জামান, সিনিয়র স্টাফ নার্স জোবায়দা খাতুন ও প্রধান সহকারী আলমগীর ফেরদৌস। লাকি খাতুনের কৌশলে বিষ মেশানো ওই খাবার খেয়ে ওই ৩ জন অসুস্থ্য হলে পড়লে চিকিৎসার জন্য তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে প্রথমে নার্স জোবায়দা খাতুন ও কিছুক্ষণ পরে ডা: মনিরুজ্জামান মারা যায়। ওই ঘটনায় কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইকবাল হাসান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছে সিরাজগঞ্জ ডিবি পুলিশ ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ