ত্রিদেশীয় সিরিজের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার বাংলাদেশ সময় বিকেলে পৌনে চারটায় ম্যাচটি শুরু হয়েছে।
বেলফাস্টের স্টরমন্টে ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার শেষে বিনা উইকেটে ২৭ রান।
এর আগে, সাসেক্সে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করেছে টাইগার বাহিনী। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে তারা। দুই ম্যাচে ৩০০-এর ওপর রান উঠেছে। সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ফিরেছেন ইমরুল কায়েস। ফেরা বলতে বাঁহাতি ওপেনার অবসর নিয়েছেন ৯২ রানে। বোলাররাও ভালো করেছেন।