সন্তানের মুখ দেখা হলো না অভিজিত ঘোষের। স্ত্রী কাকলী রাণী ঘোষ ১০ মাসের অন্তঃসত্ত্বা, কয়েকদিন পরেই সন্তান ভূমিষ্ট হবে। তার আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো না ফেরার দেশে।
পারিবারিক বিরোধের জের ধরে বড় ভায়ের হাতে ছোট ভাই অভিজিত ঘোষ (৩৫) খুন হয়েছেন। সোমবার বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। নিহত অভিজিত ওই গ্রামের মতৃ ফটিক ঘোষের ছেলে। ঘাতক বড় ভাই সরজিত ঘোষ পলাতক রয়েছে। এ ঘটনার পর স্ত্রী কাকলী রানীকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানান, দুই ভাই সরজিত ঘোষ ও অভিজিত ঘোষের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সোমবার বিকেলে ছোট ভাই অভিজিত ঘোষকে ধারালো ভেলা দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায় বড় ভাই সরজিত ঘোষ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান স্টারমেইল২৪ ডটকমকে বলেন, ঘাতক সরজিতকে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।