রংপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার,ধামাচাপা দেয়ার চেষ্টা

শেখ মামুন-উর-রশিদ, রংপুর থেকে.

রংপুরের মিঠাপুকুরে এক বুদ্ধি ও বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার সকালে উপজেলার ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও এখনও কোন মামলা হয়নি। এদিকে মামলা না করতে ধর্ষিতার পরিবারকে হুমকি দিয়ে আসছে বখাটের পরিবার। এ ছাড়াও স্থানীয় সালিসের নামে ধর্ষিতার পরিবারকে অবরুদ্ধ করে রেখে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
সরেজমিনে বুধবার দুপুরে গিয়ে জানা যায়, গত বুধবার সকালে পার্শ্ববর্তী গণশিক্ষা কার্যক্রমের আওতায় মন্দির ভিত্তিক স্কুলে পড়তে যায় ফরিদপুর (পশ্চিমপাড়া) গ্রামের অনূকুল চন্দ্র শিলের শিশু কন্যা বুদ্ধি ও বাক প্রতিবন্ধী স্বরবালা (১২)। প্রকৃতির ডাকে সারা দিতে বের হলে ওৎ পেতে থাকা একই গ্রামের জলিল শেখের জামাই আঃ রাজ্জাক ওরফে এজ্জাজ তাকে সু-কৌশলে মন্দিরের পাশে ডেকে নিয়ে একটি খুপড়ি ঘরে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি প্রত্যক্ষ করেন একই সাথে পড়তে আসা তরনী কান্তের মেয়ে বিউটি রানী (৮)। পরে বিষয়টি জানা-জানি হলে বখাটের শ্যালক সাহেব উদ্দিন স্থানীয় প্রভাবে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং ধর্ষিতার পরিবারকে আবরুদ্ধ করে রাখেন। ধর্ষিতার বাবা অনূকুল চন্দ্র জানান, ধর্ষণের ঘটনাটি রাজ্জাকের শ্বশুরকে জানিয়েছি, কিন্তু এখনও তারা কোন সুরহা করতে পারেনি। এদিকে তারান পুলিশের কাছে যেতে বাধা দিচ্ছে। এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক বলেন, এ ঘটনার কোন অভিযোগ পাওয়া যায়নি, আভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ