চলচ্চিত্র শিল্পীরা শপথ নেবেন ১৩ মে

বিনোদন ডেস্ক.

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ নেবে আসছে ১৩ মে। ২০১৭-১৮ মেয়াদের দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিতরা।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, নির্বাচনের পর প্রাথমিকভাবে ফলাফল জানিয়ে দেয়া হয়েছে। তারপর পরাজিত প্রার্থীর আপিলের ভিত্তিতে ফের ফলাফল ঘোষণা করা হয়। ১১ মে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এরপর আসছে ১৩ মে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে নবনির্বাচিত কমিটি শপথ নেবে।
গেলো ৫ মে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। নির্বাচনের দিন বিকেল থেকেই বিএফডিসির প্রধান ফটকের সামনে পুলিশ ও প্রার্থীদের সমর্থকদের মধ্যে হট্টগোল হয়।
এদিকে রাত দেড়টার দিকে ফল প্রকাশে দেরি হওয়া দেখে সাবেক সভাপতি শাকিব খান এফডিসিতে এসে মিশা-জায়েদ সমর্থকদের রোষানলে পড়েন। বিষয়টি নিয়ে এরই মধ্যে জায়েদ খান ও সাইমন সাদিকের বিরুদ্ধে জিডি করেছেন শাকিব খান।
নবনির্বাচিত কমিটি:
সভাপতি- মিশা সওদাগর
সাধারণ সম্পাদক- জায়েদ খান
সহসভাপতি- রিয়াজ, নাদের খান
সহ-সাধারণ সম্পাদক- আরমান
সাংগঠনিক সম্পাদক- সুব্রত
আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক- ইমন
দপ্তর ও প্রচার সম্পাদক- জ্যাকি আলমগীর
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- জাকির হোসেন
কোষাধ্যক্ষ- কমল
কার্যনির্বাহী পরিষদ সদস্য:
অঞ্জনা, আলীরাজ, জেসমিন, নাসরিন, পপি, পূর্ণিমা, ফেরদৌস, মৌসুমী, রোজিনা, নানা শাহ ও সাইমন সাদিক।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ