শেরপুরে ধান ব্যবসায়ীকে মারপিট করে ৩ লাখ টাকা ছিনতাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার শেরপুর-রাণীরহাট আঞ্চলিক সড়কের চৌমুহনী এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় এক ধান ব্যবসায়ীকে মারপিট করে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী কৃষক উপজেলার নাইশিমুল গ্রামের আলহাজ্ব মোজাম্মেল হক জানান, বুধবার বাদ মাগরিব বিশালপুর ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে ধান ব্যবসায়ী আব্দুল লতিফ (৪০) ধান বিক্রির টাকা নিয়ে আমাকে সঙ্গে নিয়ে মোটর সাইকেল চালিয়ে নাইশিমুল যাবার পথে কয়েকজন ব্যক্তি মোটর সাইকেল এর পথরোধ করে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। এতে ধান ব্যবসায়ী লতিফ আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ধান ব্যবসায়ী আব্দুল লতিফ উপজেলার গাড়ীদহ গ্রামের আব্দুস সামাদ সরকারের ছেলে। তার ব্যবসায়িক পার্টনার আব্দুর রাজ্জাক জানান, সিংড়া উপজেলার দুর্গাপুরের ধানের ব্যাপারী আমিনুল ইসলামের নিকট থেকে টাকা নিয়ে কৃষকদের কাছে দিতে যাবার সময় দুর্বৃত্তরা হামলা করে। এতে তিন লাখ টাকা লুট করা হয়েছে বলে তিনি দাবী করেন। শেরপুর থানার এসআই শামসুজ্জোহা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ