নন্দীগ্রামে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি এক অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে কুন্দারহাট বাসষ্ট্যান্ড এলাকা থেকে ৩৯ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করে। এসময় তাদের ব্যবহ্নত প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মাজগ্রামের বাদশা মিয়ার পুত্র রাকিবুল হাসান (১৯), মৃত নুরুজ্জামানের পুত্র আনোয়ার হোসেন (৩০) ও আব্দুর রাজ্জাকের পুত্র রাব্বি মিয়া (২২)। পুলিশ তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ