নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক.

সাভারের আশুলিয়ায় নিখোঁজের তিন দিন পর কূয়া (কুপ) থেকে ফারুক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।
শুক্রবার দুপুরে আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
ফারুক আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বাগান বাড়িতে কেয়ারটেকারের কাজ করতো।
ফারুকের স্বজনরা জানায়, ফারুকসহ ইয়াসিন, রকি, এবং আলামিনসহ মোট চারজন আশুলিয়ার গাজীরচট এলাকার একটি বাগানবাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করত। প্রায়ই অপর দুই কেয়ারটেকার রকি ও ইয়াসিন ফারুকের সাথে তুচ্ছ বিষয় নিয়ে তার ঝগড়া হতো।
ফারুকের স্বজনদের অভিযোগ, এরই সূত্র ধরে তিন দিন আগে পরিকল্পতিভাবে ফারুককে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে কুয়ায় ফেলে দেয় তারা।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) একেএম শামীম হাসান বলেন, অভিযুক্ত রকি ও ইয়াসিনসহ মোট তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ