টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক.

ডাবলিনে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ব্যাটিং শুরু হবার কথা রয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টিভি।
মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে দলে ফিরেছেন আরেক পেসার রুবেল হোসেন। আজকের ম্যাচে নিয়মিত অধিনায়ক মাশরাফিকে পাচ্ছে না বাংলাদেশ। স্লো ওভার রেটের কারণে তিনি এক ম্যাচ নিষিদ্ধ। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ