ধুনট ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন

আবু সুফিয়ান

বগুড়ার ধুনট ডিগ্রি কলেজের দ্বিতল একাডেমিক ভবনের আনুভূমিক ও উর্র্ধ্বমুখী সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নির্মাণকাজের উদ্বোধন করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। পরে কলেজের শিক্ষক মিলনায়তনে একাডেমিক ভবন নির্মাণ ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী একেএম বাসিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক মহসিন আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি কুদরত ই খুদা জুয়েল, কলেজ পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম চাঁনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ধুনট ডিগ্রি কলেজের দ্বিতল ভবনটি উর্দ্ধমুখী এবং ওই ভবনের দক্ষিণপাশে ৩ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ