১৮ কোটি রুপির প্রস্তাব ফেরালেন প্রভাস!

বিনোদন ডেস্ক.

‘বাহুবলী ১’ এবং ‘বাহুবলী ২’-এর সাফল্যের পর কার্যত ভারতে জনপ্রিয়তার শীর্ষে চলে গেছেন দক্ষিণী ছবির নায়ক প্রভাস। আর তাই স্বাভাবিকভাবেই নানান সিনেমা, বিজ্ঞাপন ও ব্র্যান্ড থেকে প্রস্তাব পাচ্ছেন এই তারকা। তবে অবাক করা খবর হলো, প্রায় ১৮ কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে ফিয়েছেন প্রভাস!
৩৭ বছরের অভিনেতা প্রভাসের মুখপাত্র জানিয়েছেন, একের পর এক প্রস্তাব এসেছে প্রভাসের কাছে। কিন্তু একটিতেও সাইন করেননি তিনি। ১৮ কোটি রুপির একটি অফারও ফিরিয়ে দিয়েছেন।
তবে এই প্রথমবার নয়। বাহুবলীর প্রথম ছবিটি মুক্তি পাওয়ার পরই বিজ্ঞাপন করার জন্য কোটি কোটি রুপির প্রস্তাব এসেছিল প্রভাসের কাছে। কিন্তু, সেসব কাজ করেননি তিনি। ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন, ছবিতে মন দিতে চান। সে কারণে নাকি বাড়তি কোনও কাজ হাতে নিতে চান না।
বর্তমানে মার্কিন মুলুকে ছুটি কাটাচ্ছেন প্রভাস। সেখান থেকে ফিরেও ব্রান্ড অ্যাম্বাসেডর হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে। কারণ, দেশে ফিরে প্রভাস তার পরবর্তী ছবির জন্য অভিনয় শুরু করবেন। এছাড়াও বলিউড থেকেও তার কাছে একের পর এক ছবির অফার আসছে। সেসব নিয়ে তিনি ব্যস্ত।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ