ক্রীড়া ডেস্ক.
বৃষ্টিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর আগে বাংলাদেশ সময় বিকাল ৩.৪৫টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও এই বৃষ্টির কারণে খানিকটা বিলম্ব হয়। টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড।
বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে বেরসিক বৃষ্টির বাধা
এদিকে বাংলাদেশের শুরুর দিকে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে তামিম-মাহমুদউল্লাহর ব্যাটে ভালই এগোচ্ছিল বাংলাদেশ। আজকের ম্যাচে নিজের স্থিতিশীল ব্যাটিংয়ে ৩৫ নম্বর হাফ সেঞ্চুরিটাও পকেটে পুরেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে বেরসিক বৃষ্টির বাধা
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১.১ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান। ব্যাটিং ক্রিজে তামিম (৬৪) ও মাহমুদউল্লাহ (৪৩) রান নিয়ে ব্যাট করছেন।
ডাবলিনের মালাহাইড ভিলেজ স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। ৯ রানের মধ্যেই সৌম্য ও সাব্বিরকে হারিয়ে চাপের মুখে পড়ে টাইগাররা। এরপর বিপদ বাড়িয়ে ফিরে যান মুশফিক ও সাকিব। তবে বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছেন তামিম-মাহমুদউল্লাহ।
পিটার চেজের করা দ্বিতীয় ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য। তার বিদায়ের পর সাব্বির ক্রিজে এসে তামিমের সঙ্গে জুটি বাঁধেন। তবে সুবিধা করতে পারেননি সাব্বিরও।
বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে বেরসিক বৃষ্টির বাধা
চেজের করা চতুর্থ ওভারের দ্বিতীয় বলে থার্ডম্যানে টিম মুরতাগের দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে সাজঘরে ফেরেন এই স্টাইলিশ ব্যাটসম্যান।
সৌম্য ও সাব্বিরের বিদায়ের পর ব্যক্তিগত ১৩ রান নিয়ে সাজঘরে ফেরেন মুশফিক।
বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে বেরসিক বৃষ্টির বাধা
ব্যারি ম্যাকআর্থির বল থার্ডম্যান অঞ্চলে কাট করতে গিয়ে স্লিপে গ্যারি উইলসনের হাতে ধরা পড়েন মুশফিক। এরপর পিটার চেজের বলে নিল ও’ব্রায়েনের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ১৪ রান সংগ্রহ করেন সাকিব।
উল্লেখ্য, তিন জাতি সিরিজের অপর দল নিউল্যিান্ড। টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের একটিতে জিততে পারলে শ্রীলঙ্কাকে টপকে র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে উঠতে পারবে বাংলাদেশ। সেক্ষেত্রে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের একটিতে জিততে পারলে শ্রীলঙ্কাকে টপকে র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে উঠতে পারবে বাংলাদেশ। সেক্ষেত্রে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।