একই ওড়নায় ফাঁস দিলো প্রেমিক-প্রেমিকা

নিউজ ডেস্ক.

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একই ওড়নায় ফাঁস দিয়ে এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছেন। শনিবার সকালে উপজেলার থানাপাড়া এলাকার একটি রেইনট্রি গাছ থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মানিক মিয়ার ছেলে নুর ইসলাম (২৫) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে খুকু মনি (২২)।
কাশিয়ানী থানার ওসি একে এম আলীনুর বিষয়টি নিশ্চিত করে জানান, খুকু মনি ভগ্নিপতি রিপন মিয়ার বাড়িতে থাকতেন। নুর ইসলাম খুকু মনির ভগ্নিপতির সাথে কাঠমিস্ত্রীর সহকারীর কাজ করতেন। এরই সুবাদে মনির সাথে নুর ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
শুক্রবার রাতে তারা দুজন এক সাথে মনির ভগ্নিপতির বাড়িতে রাতের খাবার খান। পরে রাতের কোনো এক সময় বাড়ির পাশের একটি রেইন্ট্রি গাছের ডালে ওড়না পেঁচিয়ে দুজন একই সাথে গলায় ফাঁস নেন।
শনিবার সকালে স্থানীয়রা গাছের সাথে তাদের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও তিনি জানান।
তিনি আরো জানান, কি কারণে তারা আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ