শিল্পী মুর্তজা বশীরের স্ত্রী আর নেই

নিউজ ডেস্ক.

চিত্রশিল্পী মুর্তজা বশীরের স্ত্রী আমিনা বশীর (৭৭) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার সকাল ৬টা ৫৫ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল ও পারিবারিক সূত্র জানিয়েছে, আমিনা বশীর বেশ কিছুদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শিল্পীকে গত বৃহস্পতিবার একই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তবে গতকাল শুক্রবার রাত ১২টার পর মুর্তজা বশীরকে আইসিইউ থেকে স্থানান্তর করা হয়।
তার মেয়ে মুনীরা বশীর বলেন, ‘মা আর নেই। কী বেদনার কথা দেখুন। একই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন আমার বাবা শিল্পী মুর্তজা বশীর। তবে অসুস্থতা থাকা সত্ত্বেও বাবাকে রিলিজ নিয়ে নিয়ে যাচ্ছি।’
মুর্তজা বশীরের বড় জামাতা মোহাম্মদ সুজাত ইসলাম জানান, শনিবার দুপুর একটায় মণিপুরিপাড়ায় স্থানীয় মসজিদে আমিনা বশীরের প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে বনানী কবরস্থানে দ্বিতীয় দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
মুর্তজা বশীর ও আমিনা বশীরের বিয়ে হয় ১৯৬২ সালে। তাদের পরিবারে মুনিরা বশীর ও মুনিজা বশীর নামের দুই মেয়ে ও মেহরাজ বশীর নামের এক ছেলে রয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ