জন্মদিনে জেনে নিন সানির সম্পদের পরিমাণ!

বিনোদন ডেস্ক.

বর্তমানে বলিউডের পরিচিত মুখ সানি লিওন। যার আসল নাম কর্ণজিৎ কউর ভোরা। তাকে নিয়ে তো মানুষের আগ্রহের কোনো শেষ নেই। সানি মানেই মানুষের উন্মাদনা। সেই সানি লিওনের জন্মদিন আজ। শনিবার ৩৬ বছর বয়সে পা রেখেছেন তিনি সাবেক কানাডিয়ান এই পর্নস্টার।
তবে পর্নস্টার থেকে বলিউডের অভিনেত্রী হয়ে ওঠার সফরটা অবশ্য সানির কাছে খুব সহজ ছিল না। সব প্রতিকূলতা ছাপিয়ে নিজের স্বপ্নপূরণ করতে সক্ষম হয়েছেন সানি। এক্ষেত্রে তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। আর স্বপ্নপূরণের সঙ্গে সঙ্গেই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়ে উঠেছেন সানি।
নেটওয়ার্দিআর ডট কম নামে একটি ওয়েবসাইটের দাবি অনুযায়ী, বর্তমানে প্রায় ১৩ মিলিয়ন মার্কিন ডলারের মালিক সানি লিওন। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৮৩ কোটি টাকারও বেশি।
বলিউডেও নিজের পায়ের তলার মাটি যথেষ্ট মজবুত করে ফেলেছেন সানি। প্রথম দিকে তার সঙ্গে কাজ করা নিয়ে অনেক অভিনেতারই ছুৎমার্গ ছিল বলে শোনা যায়। সেই কঠিন সময়কে পিছনে ফেলে বলিউডে শাহরুখ খানের ‘রইস’-এর মতো ছবিতেও দেখা গেছে সানিকে।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বলিউডে ছবি প্রতি পারিশ্রমিক হিসেবে সাড়ে চার কোটি টাকা নিয়ে থাকেন এই বলিউড অভিনেত্রী। বিপুল সম্পত্তির সঙ্গে সঙ্গে একটি দেড় কোটি টাকা দামের মাসেরাটি গাড়ির মালিকও সানি। এছাড়াও তার একটি বিএমডব্লিউ গাড়িও রয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ