বগুড়ার ধুনট উপজেলায় ফসলের ক্ষতির প্রতিবাদ করায় শহিদুল ইসলাম (৩২) নামের এক কৃষককে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৮টায় ধুনট সদরের মাঠপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। আহত শহিদুল ওই গ্রামের আলহাজ্ব নাছির উদ্দিন সরকারের ছেলে। এ ঘটনায় ওই কৃষক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক শহিদুল ইসলাম বাড়ীর অদূরে পাট চাষ করেছেন। ওই জমিতে প্রতিবেশী জাহান বক্স শেখের ছেলে হারেজ উদ্দিনের ছাগল প্রায়ই প্রবেশ করে। এতে পাট ক্ষেতের ক্ষতি হয়। এ ঘটনায় কৃষক শহিদুল ইসলাম প্রতিবেশী হারেজ উদ্দিনকে ছাগলটি নিয়ন্ত্রণ করতে বলেন। শনিবার সকালে পুনরায় ওই ঘটনা ঘটলে হারেজের নিকট পাট ক্ষেতের ক্ষতির প্রতিবাদ করেন। এসময় হারেজ উদ্দিনের সাথে বিতর্কে জড়িয়ে যান কৃষক শহিদুল। এক পর্যায়ে হারেজ উদ্দিন ও তাঁর স্বজনরা কৃষক শহিদুলকে মারধর করে আহত করে। আহত শহিদুল ইসলাম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগে হারেজ উদ্দিনসহ ৫জনকে আসামী করা হয়েছে।
ধুনট এএসআই শিমন সরকার জানান, কৃষক শহিদুল ইসলামের লিখিত অভিযোগটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমানিত হলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আবু সুফিয়ান. বগুড়ার ধুনটে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের উদ্দ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ভান্ডারবাড়ী ইউনিয়…
বগুড়ার ধুনট উপজেলায় জাগরণ পরিবার উন্নয়ন সংস্থা (জে.পি.ইউ.এস) নামে বেসরকারি একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি,…
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ