মহাদেবপুরে চার গাঁজা বিক্রেতা আটক

রওশন জাহান, নওগাঁ থেকে.

বৃহস্পতিবার সকালে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ চার গাঁজা বিক্রেতাকে আটক করেছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে থানার এসআই রুহুল আমিন অভিযান চালিয়ে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন বাজার থেকে ১২৫ পুড়িয়া গাঁজাসহ আইনুল ইসলামের স্ত্রী বিলকিস বানুকে তার বাড়ী থেকে আটক করেন। তিনি তার বাড়ী থেকে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করছিলেন বলে পুলিশ জানায়।
এছাড়া সকালে উপজেলার মাতাজীহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান অভিযান চালিয়ে গাঁজা বিক্রির অভিযোগে আতুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আবু তালেব, ফকির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম এবং কৃষ্ণপুর গ্রামের তৈমুদ্দিনের ছেলে গোলাম মোস্তফাকে আটক করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ