বগুড়ার ধুনট উপজেলায় ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বুধবার দুপুর ১২টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। উপজেলা পরিষদ চত্বরে এ মেলায় আয়োজন করেছে উপজেলা প্রশাসন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪টি ষ্টল রয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আখতার, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম দুলাল, উপজেলা কৃষক লীগের সভাপতি কুদরত-ই খুদা জুয়েল, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আশেকুর রশিদ হেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন উপস্থিত ছিলেন।