পঞ্চগড়ে দেড় বছরের কন্যা মনি বসাককে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শ্যামলী বসাক (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ শনিবার দুপুরে দিনাজপুর-পঞ্চগড় রেললাইনের নয়নীবরুজ স্টেশন সংলগ্ন বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
শ্যামলী আটোয়ারী উপজেলার বারো আউলিয়া গ্রামের অরুণ বসাকের মেয়ে শ্যামলী বসাক ও সদর উপজলার ঘুরণগাছ (আসানসোল) এলাকার প্রদীপ কুমার সেনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি লোকাল ট্রেনের নিচে মেয়েকে নিয়ে শ্যামলী লাফ দেন। ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বছর আগে ঠাকুরগাঁও জেলার রুহিয়া এলাকার প্রদীপ কুমার সঙ্গে শ্যামলী বসাকের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়। ঝগড়া বিবাদ করে শ্যামলী স্বামীর বাড়ি থেকে দুই বছর আগে বাবার বাড়ি চলে যায়। এ নিয়ে শ্যামলী বসাক পঞ্চগড় জজ কোর্টে একটি মামলা দায়ের করেন।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হাসান জানান, অভিমান করে শ্যামলী আত্মহত্যা করে থাকতে পারেন। বিষয়টি জিআরপি পুলিশকে অবহিত করা হয়েছে।
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Share on Facebook Tweet it Pin it Share it Email নিউজ ডেস্ক. গত ৫০ বছর ধরে সৌদি আরব ও বিশ্বের…
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Share on Facebook Tweet it Pin it Share it Email বিনোদন ডেস্ক. একের পর এক ছবির শ্যুটিং, প্রমোশনের কাজ তো…