সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক.

ওমরাহ পালন শেষে ফেরার সময় সৌদি আরবের হাফার আল বাতেন প্রদেশে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত দুইজন স্থানীয় আল আরতাওয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সময় শনিবার ভোরে প্রদেশের উম্মে জমজম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেনীর পৌর এলাকার বারাহীপুরের বাসিন্দা ব্যবসায়ী আবদুল আজিজ, তার ছেলে ও মেয়ে এবং তাদের গাড়ি চালক মাসুদ। মাসুদের বাড়ি দিনাজপুরে।
আবদুল আজিজের প্রতিবেশী ইসরাফিল চৌধুরী কিরণ জানান, আজিজ এক সপ্তাহ আগে তার স্ত্রী, ছেলে, মেয়ে, শাশুড়ি ও গাড়িচালককে নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে যান। পবিত্র মক্কা-মদিনায় ওমরাহ পালন শেষে শনিবার ভোরে হাফার আল বাতেন যাওয়ার পথে উম্মে জমজম এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
এতে ঘটনাস্থলেই আজিজের দুই সন্তান ও গাড়িচালক মাসুদ মারা যান। এ ঘটনায় গুরুতর আহত আজিজ, তার স্ত্রী ও শাশুড়িকে নিকটস্থ আল আরতাওয়া হাসপাতালে নেয়ার পর আজিজের মৃত্যু হয়। হাসপাতালে আজিজের স্ত্রী ও শাশুড়ির চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ ওই হাসপাতালেই রয়েছে বলেও জানান ইসরাফিল চৌধুরী কিরণ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ