বরযাত্রী সাজিয়ে সানাইয়ের সুরে নাচতে নাচতে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বর। কিন্তু বিয়ে যে তার কপালেই ছিল না। বিয়ের আনন্দে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায়ই প্রাণ গেলো বরের। হলো না বিয়ে করা।
ভারতের গুজরাট প্রদেশের ভাদোদারা জেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বরের নাম সাগর। সে ওই জেলার রানোলি গ্রামের বাসিন্দা।
জানা যায়, বছর দুয়েক আগে সাগরের সঙ্গে এনগেইজমেন্ট হয়েছিল বোরসাদ গ্রামের বাসিন্দা অর্চনার। আর সেই বাগদানকে পরিণয়ে রূপ দিতে বরপক্ষের লোকজন বরকে নিয়ে ধুমধাম করে নাচতে নাচতে এগিয়ে যাচ্ছিলেন।
বরযাত্রী যখন প্রায় কনের বাড়ির সামনে এসে গেছে, ঠিক তখনই ঘটল দুর্ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই প্রাণ হারান সাগর। এদিকে পরিণয়ের আগেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকে মুষড়ে পড়েছে উভয় পরিবার।