লালমনিরহাটের আদিতমারীতে চুরি করার অপরাধে মোকছেদুল ইসলাম নামে এক ব্যাক্তিকে খুঁটিতে রশি দিয়ে বেঁধে মারপিট করা হয়েছে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে ওই উপজেলার বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মারপিটের শিকার মোকছেদুল ইসলাম উপজেলার বুড়িরবাজারের নৈশ্যপ্রহরী অহেদুল ইসলামের জামাতা ও একই জেলার পাটগ্রাম উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোকছেদুল ইসলামকে রোববার ভোর রাতে বুড়িরবাজার এলাকায় মোশারফ হোসেনের দোকান চুরি করার অভিযোগে আটক করেন স্থানীয় নৈশ প্রহরীরা। সকালে কতিপয় লোকজন আটক মোকছেদুলকে খুঁটিতে বেঁধে রাখে। চোর আটকের খবর শুনে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ছুটে এসে মোকছেদুলকে মারপিট করেন। পরে চুরির অভিযোগে অভিযুক্ত মোকছেদুলকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ব্যবসায়ী আফসার রশি দিয়ে বাঁধা চোর মোকছেদুলকে মারপিট করছেন এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে গোটা জেলায় বিষয়টি চাঞ্চল্যের সৃষ্ঠি করে।
বুড়িরবাজার বনিক সমিতির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, চুরির চেষ্টার সময় স্থানীয়রা হাতে নাতে আটক করলে মুছলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
বুড়িরবাজারের নৈশ্যপ্রহরী অহেদুল ইসলাম জানান, চোর মোকছেদুলের সাথে তার পরিবারের কোন সম্পর্ক নেই। চোর জামাই তার বাড়িতে বেড়াতে আসে নি বলেও দাবি করেন তিনি।
বুড়িরবাজার বনিক সমিতির সভাপতি আব্দুল হাকিম বলেন, আমি বর্তমানে বাহিরে অবস্থান করছি। এ বিষয়ে কিছু জানি না।
আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় বলেন, এমন কোন খবর আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ক্রীড়া ডেস্ক. ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাত্তাই পায়নি দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়িয়েছে প্রোটিয়ারা। ৩…