সরকারের নির্যাতনের প্রতিবাদ করেই যাবো -শওকত মাহমুদ

বগুড়া প্রতিনিধি.

সরকার যতই নির্যাতন করুক জীবনের শেষ সময় পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করেই যাবো। মুজিব পরিবার দেশের গণতন্ত্রের কণ্ঠরোধ করে গণমাধ্যম বন্ধ করে আর জিয়া পরিবার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবসময় কাজ করে যায়। তারা বন্ধ মিডিয়া খুলে দিয়ে অবাধ গণতন্ত্র চর্চার সুযোগ করে দেয়। দুই পরিবারের এটাই মূল পার্থক্য। রোববার সাংবাদিক ইউনিয়ন বগুড়ার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ একথা বলেন।
বগুড়ার স্থানীয় একটি কনফারেন্স হলে রোববার বেলা ১১টায় সম্মেলন শুরু হয়। এতে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার সভাপতিত্ব করেন। ওই সম্মেলনে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আব্দুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারি মহাসচিব মোদাব্বের হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধক্ষ্য ওবায়দুর রহমান শাহীন, দপ্তর সম্পাদক আবু ইউসুফ, প্রচার সম্পাদক জাকির হোসেন, নির্বাহী সদস্য আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে সংগঠনের আয়ব্যায়ের হিসাব পেশ করেন কোষাধক্ষ্য আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক কার্যক্রমের বিবরণ তুলে ধনের সাধারণ সম্পাদক মোমিনুর রশিদ সাইন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব মীর্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস, দৈনিক সাতমাথা পত্রিকার বার্তা সম্পাদক এফ শাহজাহান প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক মোমিনুর রশিদ সাইন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ