ক্যাটরিনার সঙ্গে রোমান্স করবেন প্রভাস!

নিউজ ডেস্ক.

৪ বছর ধ্যানে-জ্ঞানে-চিন্তা জুড়ে শুধুই ছিল বাহুবলী। সেই ছবি মুক্তির পর এবার একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রভাস। তার ওপরে রয়েছে ছবির বিপুল সাফল্য। ভারতীয় সিনেমায় সর্বকালের সমস্ত রেকর্ড ভেঙে বাহুবলী ২: দ্য কনক্লুশন ইতিমধ্যেই ইতিহাস গড়েছে।
জনপ্রিয়তার তুঙ্গে স্বয়ং ‘বাহুবলী’ প্রভাসও। ৪ বছর বাহুবলী পর্ব কাটিয়ে এবার ফের ভিন্ন স্বাদে ফিরতে তৈরি নায়ক। কিন্তু কোন সেই ছবি? কোন ছবিতে, কোন নায়িকার সঙ্গে ফের পর্দায় ধরা দেবেন প্রভাস? এই প্রশ্নই এখন পাক খাচ্ছে প্রভাস-ফ্যানদের মনে।
শোনা যাচ্ছে, খুব শিগগিরই নতুন ছবির শুটিং শুরু করতে চলেছেন প্রভাস। ছবির নামও ঠিক হয়ে গিয়েছে। পরবর্তী ছবি ‘সাহো’-তে নায়িকা হিসেবে প্রভাসের বিপরীতে নাকি দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।
তামিল, তেলুগু এবং হিন্দি— ৩টি ভাষাতেই মুক্তি পাবে ‘সাহো’। সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন শঙ্কর-এহসান-লয়।
এই মুহূর্তে বেশ কিছু হেভিওয়েট ছবি রয়েছে ক্যাটের ঝুলিতে। একদিকে আমির খান, আমিতাভ বচ্চনের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্তান’, সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’। অন্য দিকে মুক্তির অপেক্ষায় দিন গুনছে রনবীর কাপুরের সঙ্গে ‘জগ্গা জসুস’।
ক্যাটরিনার অবশ্য এটাই প্রথম দক্ষিণী ছবিতে নয়, ক্যারিয়ারের শুরুতে ২০০৬ সালে মালয়ালম ছবি ‘বলরাম ভার্সেস থারাডাস’-এ অভিনয় করেছিলেন নায়িকা। তেলুগু ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। এ বার ফের প্রভাসের হাত ধরেই কামব্যাক করতে চলেছেন ক্যাটরিনা। তবে কবে মুক্তি পাবে ‘সাহো’ তা এখনো জানা যায়নি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ