পাঞ্জাবকে কাঁদিয়ে শেষ চারে পুনে

ক্রীড়া ডেস্ক.

কিংস ইলাভেন পাঞ্জাবকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের প্লে-অফের শেষ চারে জায়গা করে নিয়েছে পুনে রাইজিং সুপারজায়ান্ট। রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাবকে ৯ উইকেটে হারায় রাইজিং পুনে।
আসরের শেষ চারটি দল হলো- মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দারাবাদ, কলকাতা নাইট রাইডার্স ও পুনে রাইজিং সুপারজায়ান্ট।
টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে- র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, গুজরাট লায়ন্স, কিংস ইলাভেন পাঞ্জাব ও দিল্লি ডেয়ারডেভিলস।
রবিবার মহারাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস হেরে আগে ব্যাট করে ৭৩ রানেই অলআউট হয়ে যায় ম্যাক্সওয়েলের পাঞ্জাব। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান আসে অক্ষর প্যাটেল। এছাড়াও ঋদ্ধিমান শাহা ১৩, শন মার্শ ১০ ও সপ্নিল সিং ১০ রান করেন।
বল হাতে পুনের হয়ে শার্দুল থাকুর ৩টি, ড্যান ক্রিশ্চিয়ান, জয়দেব উনাড়কট ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নিয়েছেন।
৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২ ওভারে ১ উইকেট হারিয়েই জয় তুলে নেয় পুনে। রাহুল ত্রিপাথি ব্যক্তিগত ২৮ রানে আউট হলেও আজিঙ্কা রাহানের ৩৪ ও স্টিভেন স্মিথের ১৫ করে জয় নিয়ে মাঠ ছাড়ে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ