ধুনটে পোষ্ট অফিস ও ই-সেন্টার ভবন নির্মাণকাজের উদ্বোধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পেঁচিবাড়ী পোষ্ট অফিস ও ই-সেন্টার ভবন নির্মাণকাজের উদ্বোধন হয়েছে। বুধবার বিকেলে পোষ্ট অফিস নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম দুলাল, উপজেলা কৃষক লীগের সভাপতি কুদরত-ই খুদা জুয়েল, বিলকাজুলী পেঁচিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা ও পোষ্ট মাষ্টার বেদার হোসেন উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ