সারিয়াকান্দি থানাকে মাদক মুক্ত করতে মাইকিং

তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি.

বগুড়া- সারিয়াকান্দির ছাত্র ও যুব সমাজকে মাদকের ভয়াল ছোঁবল থেকে রক্ষা করে, সুষ্ঠু সুন্দর সমাজ উপহার দিতে সারিয়াকান্দি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব-সিরাজুল ইসলাম মাদকের বিরুদ্ধে গণ সচেতনতা বৃদ্ধির কাজ হাতে নিয়েছেন। গত রবিবার গণ সচেতনতা বৃদ্ধির লক্ষে ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেব সকাল থেকে সন্ধা পর্যন্ত গ্রাম-গঞ্জের হাট বাজারে মাদক বিরোধী প্রচার প্রচারণা (মাইকিং) করা হয়। এবং যতদিন পর্যন্ত থানাকে মাদক নির্মূল করা সম্ভব না হবে ততোদিন পর্যন্ত এ কাজ অব্যাহত থাকবে। এ বিষয়ে তার সাথে কথা হলে তিনি জানান, শুধু প্রচার মাইকেই নয়, গণ সচেতনা বৃদ্ধির লক্ষে পর্যায়ক্রমে থানার সকল স্কুল-কলেজ, মাদ্রাসা-বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে মাদকের কুফল সম্পর্কে আলোচনা করা হবে। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন। পরিশেষে তিনি সকলের উদ্দেশে বলেন, “আসুন আমরা সকলে মাদককে না বলি, সুষ্ঠু সুন্দর জীবন গড়ি, এই হোক আমদের অঙ্গীকার।”

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ