উন্নয়নের বাতি জ্বলতে দিবে না সাংবাদিকরা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট থেকে.

বাংলাদেশে কোন উন্নয়নের বাতি জ্বলতে দিবে না বর্তমান যুগের সাংবাদিকরা। এদের সাংবাদিকতা বন্ধ করে দিতে হবে। ইউপি চেয়ারম্যানের এ অশোনী সংকেতে মিশ্রপ্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাংবাদিকরা।
রোববার বিকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ আতিয়ার রহমান নিজ ইউপি’র তালেব মোড়ে শ্যালোমেশিনে বালু উত্তোলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন বক্তব্য রাখেন।
এ সময় তিনি আরো বলেন, আমি লোকাল এম পি (মোতাহার হোসেন)’র নির্দেশ নিয়েই বালু উত্তোলনে মেশিন বসিয়েছি। মিথ্যা সংবাদ করে প্রশাসন দিয়ে তা বন্ধ করে দেয়া হয়েছে।
এ সময় চেয়ারম্যানের সাথে ছিলেন, তার বড় ছেলে স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক শ্যামল।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম সাগর জানান, চেয়াম্যানের এমন বক্তব্য গোটা সাংবাদিক সমাজকে ব্যাথিত করেছে। একজন ব্যক্তিকে নিয়ে মন্তব্য করা যায় কিন্তু গোটা সাংবাদিক সমাজ নিয়ে কটুক্তি করা কখনই সমীচিন নয়। চেয়ারম্যানের এ বক্তব্য প্রত্যাহার করে নেয়ার দাবি জানান তিনি।
স্থানীয়রা জানান, তিস্তার তীরের গড্ডিমারী ইউনিয়নের তালেব মোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫-২০ হাতের মধ্যে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করায় বাঁধটি হুমকির মুখে পড়ে। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করে দেন। প্রশাসনের সাথে চ্যালেঞ্জ ছুড়ে মাইকিং করে রোববার(১৪ মে) বিকেলে পুনরায় বালু উত্তোলন শুরু করেন ইউপি চেয়ারম্যান। এ কারনেই স্থানীয় সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন ওই ইউনিয়ন চেয়ারম্যান।
বালু উত্তোলন প্রসঙ্গে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির জানান, যান্ত্রিক উপায়ে বালু বা পাথর উত্তোলন করা আইনত দ্বন্ডনীয় অপরাধ। উপজেলা প্রশাসন থেকে বালু উত্তোলনের জন্য কখনই অনুমতি দেয়া হয়নি, হবেও না। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দন খানঁ জানান, মেশিন বসিয়ে বালু বা পাথর উত্তোলন করা আইনত দ্বন্ডনীয় অপরাধ। ভ্রাম্যমান আদালত ব্যবস্থা না থাকায় ঘটনাস্থলে কোন অফিসার পাঠানো যাচ্ছে না। তবে বিষয়টি পুলিশকে জানিয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ