ধুনটে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্ধোধন

জিল্লুর রহমান.

বগুড়ার ধুনটে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদযাপন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রসাশনের আয়োজনে ধুনট এন.ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্ধোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন শেরপুর ধুনট নির্বাচনী এলাকার মাননীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
উদ্ধোধন অনুষ্ঠানে তিনি বলেন, ইন্টারনেট বর্তমান সময়ে ব্যাক্তি জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ। ইন্টারনেটের মাধ্যমে আমরা সহজেই দেশ বিদেশের নানা ধরনের খবর পেয়ে থাকি। দেশকে ডিজিটাল ও ইন্টারনেট সেবায় বাংলাদেশ অনেকাংশে এগিয়ে। শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে ইন্টারনেটের ভুমিকা অনেক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার জাকির হোসেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খেকন, ধুনট এন. ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মহসীন আলমসহ প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ