ধুনটে জমি নিয়ে মারপিটে দুই ভাই আহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট উপজেলায় বতসবাড়ীর সীমানা নিয়ে নিজেদের পাল্টাপাল্টি মারপিটে দুই ভাই আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার ঝিনাই গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো ঝিনাই গ্রামের হযরত আলীর ছেলে মোফাজ্জল হোসেন সরকার (৫৫) ও লুৎফর রহমান সরকার (৪২)। আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের ছোট ভাই হাসেন আলী সরকার জানান, পৈত্রিক সম্পত্তিতে তিন ভাই পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার হাসেন আলীর ঘর নির্মাণের জন্য কাঠমিস্ত্রি কাজ করতে শুরু করে। এসময় হাসেন আলীর ঘরের খুঁটি পোতার জন্য মিস্ত্রিদের জায়গা দেখিয়ে দেন মোফাজ্জল হোসেন সরকার। ওই জায়গা লুৎফর রহমান নিজের দাবী করে বড় ভাইয়ের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় মোফাজ্জল হোসেন ও লুৎফর রহমান মাথা ফেটে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অঙ্কিতা রব চৌতি জানান, দুই সহোদর মাথায় গুরুতর আঘাত নিয়ে জরুরী বিভাগে আসেন। তাদের চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ