খালাস পাওয়া আসামিরা হলেন- শাহ আলম প্রধানিয়া, শফিকুল আলম ওরফে সুমন, ইমন ওরফে কালু মিয়া (পলাতক) ও মিলন মোড়ল (পলাতক)।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর কদমতলী থানাধীন কমিশনার রোড মিষ্টি পট্টির কাছে কাকলী পাঠাগারের সামনের রাস্তায় মোহাম্মদ উল্লাহ এবং তার গাড়িচালক হারুনুর রশিদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত মোহাম্মদ উল্লাহর স্ত্রী কোহিনুর বেগম কদমতলী থানায় মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করে ওই বছরের ৩১ অক্টোবর তৎকালীন ডিবি পুলিশের ডেপুটি কমিশনার রুহুল আমিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।