নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি.

নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে মিতা আক্তার নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রায়সিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মিম নাটোরের সিংড়া উপজেলার সুবাস কুমারের মেয়ে।
নলডাঙ্গা থানার ওসি মোস্তফা কামাল জানান, সিংড়া থেকে নলডাঙ্গা খালার বাড়িতে বেড়াতে আসে মিম। সকালে বাড়ির বাইরে খেলছিলো সে। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী বারনই নদীতে তার ভাসমান লাশ পাওয়া যায়। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ