পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি.

কুড়িগ্রাম সদরে পলাশবাড়ী এলাকায় পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে কুড়িগ্রাম থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা রিকশাচালক এনতাজ আলীর মেয়ে মিনারা বেগমের (২৫) সাথে প্রায় চার বছর আগে বিয়ে হয় মজিদুল ইসলামের (৩০)। তাদের ঘরে তিন বছরের মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ