ঝিনাইদহের জঙ্গি আস্তানায় আবারও অভিযান শুরু

নিউজ ডেস্ক.

ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে দুটি জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে র‌্যাব। এর আগে মঙ্গলবার সকালে অভিযান শুরু করে বিকেলে তা স্থগিত করে র‌্যাব।
আজ বুধবার সকাল পৌনে ৯টা থেকে র‌্যাবের কমান্ডো বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযান শুরু করে। র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ এ কথা জানিয়েছেন।
অভিযান শুরুর আগে সকালে ঘটনাস্থলে আসেন র‌্যাবের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার রাতে সেলিম (৪৫) ও প্রান্ত (২০) নামে ‘নব্য জেএমবির’ দুই সদস্যকে আটকের পর মঙ্গলবার ভোরে জঙ্গি আস্তানা সন্দেহে তাদের বাড়ি ঘেরাও করে অভিযান শুরু করে র‌্যাব।
দিনভর অভিযান চালিয়ে সুইসাইড ভেস্ট, বোমা, ডিনামাইট স্টিক ও বোমা তৈরির সার্কিট বোর্ড উদ্ধার করা হয়।
ঝিনাইদহে গত এক মাসে ৫টি জঙ্গি আস্তানার খোঁজ পেল আইন-শৃঙ্খলা বাহিনী। এসব আস্তানা থেকে কেমিক্যাল কন্টেইনার, বোমা, সুইসাইড ভেস্ট, সুইসাইড বেল্টসহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ