পেকুয়ায় প্রশিক্ষণ বিমান থেকে ছিটকে পড়ল ‘ডেমো বোমা’

নিউজ ডেস্ক.

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়ার একটি মাছের ঘেরে প্রশিক্ষণ বিমান থেকে ছিটকে পড়া ‘ডেমো বোমা’ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ এই ডেমো বোমাটি উদ্ধার করে।
পুলিশের চকরিয়া সার্কেলের এএসপি কাজী মতিউল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘আমরা কক্সবাজার বিমানবন্দর ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছেন, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান থেকে ওই ডেমো বোমাটি পড়ে গেছে।’
মঙ্গলবার বিকেল ৩টার দিকে সিলিন্ডার আকৃতির ওই বস্তুটি পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রূপালী বাজার সংলগ্ন উপকূলীয় বেড়িবাঁধে পড়ে। তবে খোলা জায়গায় পড়ায় হতাহতের কোনো ঘটনা সেখানে ঘটেনি।
বেলা ৩টার দিকে সরেজমিন দেখা যায়, ছিটকে পড়া বোমাটি ঘের থেকে তুলে বেড়িবাঁধের ওপর রাখা হয়েছে। পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় চৌকিদারেরা ডেমো বোমাটি ঘিরে রাখেন। কয়েক শ’ উৎসুক জনতা ভিড় করেন।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘যেভাবে ঘুরে ঘুরে শব্দ করে বস্তুটি আকাশ থেকে পড়েছে, তাতে আমরা প্রথমে বিমান বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করেছিলাম।’
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার মঙ্গলবার রাতে বলেন, ‘আমরা বিমানবাহিনীর লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, প্রশিক্ষণরত বিমান থেকে এটি খসে পড়েছে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। বিমানবাহিনীর পক্ষ থেকে লোকজন থানায় এসে ডেমো বোমাটি নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি ডায়েরি করা হবে।’

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ